নিজস্ব প্রতিনিধি : আজ 27/11/2020শুক্র বার সিঙ্গুর বিধান সভায় সিঙ্গুর জেড,পি 6 মণ্ডলে হগলী লোক সভার সাংসদ ,শ্রীমতি লকেট চ্যাটার্জি মহশয়া কাপাস হাঁড়িয়া অঞ্চলের বিভিন্ন গ্রামে জন সম্পর্ক অভিযান করলেন।।উগারদহ গ্রামে সিদ্ধে স্বরী কালীতলা তে পূজা দেন এরপর কাপাস হাঁড়িয়া মনসা তলা হইয়া কাপাস হাঁড়িয়া শিবতলা তে পূজা দেন।।এরপর তিসা রাম মন্দিরে পূজা দেন ও তিসা কালীতলা হইয়া জন সম্পর্ক করে কাপাস হাঁড়িয়া আমন্ত্রণ লজে মণ্ডলের সমস্ত বুথ ও মন্ডল কার্য কর্তা দের সহিত বৈঠক করেন।।