
নিজস্ব প্রতিনিধি :এইচআরবিসির চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারী কে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে চেয়ারম্যান পদে গতকালকেই বসানো হয়েছে। আর ঠিক তার একদিন বাদেইরাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর তার সাথে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভা থেকে এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী।
যখন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন তখনই তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। এই নিরাপত্তা ছেড়ে দেওয়ার সাথে সাথে মন্ত্রিসভাও ছেড়ে দিলেন এই দু’দণ্ড প্রতাপ নেতা শুভেন্দু অধিকারী।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চিঠি দিয়ে তার ইস্তফার কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
পদে ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়।
এতদিন পর্যন্ত রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি মন্ত্রিত্ব ছাড়ছেন আজকে সেই জল্পনার অবসান ঘটল। শুভেন্দ্র অধিকারী মন্ত্রিত্ব ছাল্লো দল এই মুহূর্তে ছাড়েননি এবং বিধায়ক পদ বর্তমানে আছেন। সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী।
শোনা যাচ্ছে আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।