নিজস্ব প্রতিনিধি : চীনের তিব্বতে বেআইনিভাবে দখলদারি এবং লাদাখে অবৈধ ভাবে অনুপ্রবেশ করার প্রতিবাদে ইন্দো তিব্বত কোর গ্রুপ অফিস, জাতীয়তাবাদী যুব পরিষদ, BJMTU(ভারতীয় জাতীয়তাবাদী মজদুর টেড ইউনিয়ন) এবং জন সমন্বয় কলকাতা সংগঠনের পক্ষ থেকে সল্টলেক ই সি পার্ক থেকে মিছিল করে চীন দূতাবাসের সামনে আসে। বেশ কিছুক্ষণ চীনা দূতাবাসের সামনে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় তারা। এরপর স্বারকলিপি জমা দেয় চীনা দূতাবাসে।