নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ বুধবার নদিয়া জেলা রেশন বাচাও ও ওয়েস্ট বেংগল এম আর ডিলার আসোসিয়েশনের পক্ষ্য থেকে কৃষ্ণনগর শহরে প্রথমে মিছিল পরে জেলার প্রশাসনিক অফিসের সামনে পথসভা অনুসঠিত হয়।এদিন নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেশন ডিলার তাদের মোট ২০ দফা দাবী নিয়ে জেলা খাদ্যনিয়মক আধিকারিক এর কাছে তাদের ডেপুটেশন জমা দেন।করোনা আবহে সুস্টভাবে সকলে মুখে মাক্স পড়ে মিছিল, পথসভা এবং ডেপুটেশন জমা দেন।তাদের দাবীর মধ্যে উল্লেখযোগ্য দীর্ঘদিন ধরে তাদের ন্যার্জ কমিশন থেকে বঞ্চিত। এছাড়া কেন্দ্র এবং রাজ্যের রেশন ব্যবস্থায় বিভিন্ন নিতীর বিরুদ্ধে তারা সোচ্চার।অবিলম্বে তাদের দাবী না মানা হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুসিয়ারী দিয়েছেন।উপস্থিত ছিলেন নদিয়া জেলা রেশন বাচাও যৌথ মঞ্চের সম্পাদক মানস কুমার দে,সভাপতি জয়দেব সাহা।এদিন ডেপুটেশনের পর খাদ্য নিয়মক আধিকারিক বাবুল ভক্ত তাদের আশ্বাস দেন নদিয়া জেলার অভ্যন্তরে রেশন ডিলারদের কথা তদারকি করবেন।