রাজারহাটে উদ্ধার টোটো চালকের পচা গলা মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : রাজারহাটের রেকজোয়ানী এলাকার রাস্তার ধারে একটি পুকুরের ঝোপঝাড়ের মধ্যে থেকে বছর ২৫ এর টোটো চালকের পচাগলা মৃতদেহ। মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম কওসর আলী। পেশায় টোটো চালক। বাড়ি উত্তর নারায়নপুর এলাকায়। প্রথমে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। দেহটি উদ্ধার করে রাজারহাট থানার পুলিশ। পরে নাম পরিচয় জানা যায়। রাজারহাটের রেকজোয়ানীর জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও রাস্তার ধারে পুকুরের মধ্যে কি করে ওই যুবকের পচাদেহ উদ্ধার ঘিরে যথেষ্টই চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। কারণ দেহটি ভীষন ভাবে পচন ধরে গিয়েছে। তবে দেহের আঘাতের চিহ্ন আছে কিনা তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি নারায়ণপুর থানার অন্তর্গত উত্তর নারায়ণপুরে। বছর পঁচিশের কওসার আলী মোল্লা পেশায় টোটো চালক। গত ১০ নভেম্বর রাতে নারায়নপুর থেকে ভাড়া নিয়ে রাজারহাট গিয়েছিল। তারপর থেকে বাড়ির লোক খুঁজে পাচ্ছিল না কওসর আলীকে। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর নারায়নপুর থানায় অভিযোগ দায়ের করে। ১০ দিন ধরে টোটো সহ নিরুদ্দেশ থাকার পর আজ দুপরে রাজারহাটের রোকজোয়ানী এলাকার জলাশয়ের মধ্যে ঝোপঝাঁড় থেকে উদ্ধার হয় কওসর আলীর দেহ। কওসর আলীর পরনে ফুল প্যান্ট থাকলেও গায়ে কোনো জামা ছিল না। দেহ উদ্ধার হলেও হদিশ নেই টোটো গাড়ির।খবর পেয়ে রাজাহাট থানায় আসে কওসর আলীর পরিবারের লোকজন। কওসর আলীর দেহ শনাক্ত করে পরিবারের লোকজন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ, টোটো এবং টাকা পয়সা ছিনতাইয়ের জন্য তাদের ছেলেকে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ পুলিশ।