নিজস্ব প্রতিনিধি , বেঙ্গল ওয়াজ : আজ নৈহাটি সুধীর সেন মার্কেটের সামনে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট এর সমর্থনে গন কনভেনশনের উপস্থিত ছিলেন গার্গী চ্যাটার্জী সি আই টি ইউ জেলা সম্পাদিকা উত্তর 24 পরগনা। মলয় ভট্টাচার্য্য সিপিআইএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য। শম্ভু ব্যানার্জি এ আই টি ইউ সি উত্তর 24 পরগনা সহ-সম্পাদক । পরেশ চন্দ্র সরকার নৈহাটি জাতীয় কংগ্রেস নেতা।