নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি।শুক্রবার নদীয়ার শান্তিপুরের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। উপস্থিত ছিলেন শান্তিপুর শহর বিজেপি সভাপতি বিপ্লব করা হোক অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য দিন কয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ আলিপুরদুয়ারে দলের কার্যক্রমের যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হন। তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়। অভিযোগ ওঠে রাজ্যের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত তার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যজুড়ে বিজেপি প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়। ঠিক সেইরকম শুক্রবার শান্তিপুর বিজেপি সংগঠনের পক্ষ থেকে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। শান্তিপুর শহর বিজেপি সভাপতি বিপ্লব কর বলেন, এই প্রথম নয় এর আগেও বিজেপির বিভিন্ন নেতা এবং কর্মীদের আক্রান্তের শিকার হতে হয়েছে। কিন্তু এইভাবে বিজেপিকে আক্রমণ করে রুখে দেওয়া যাবে না। আগামী বিধানসভা ভোটে এরাজ্যে পালাবদল হতে চলেছে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে পশ্চিমবঙ্গের। মূলত সেই আতঙ্ক থেকেই বিজেপিকে ভীতসন্ত্রস্ত করার জন্য তারা আক্রমণ চালাচ্ছে। অবিলম্বে যারা আমাদের দলের সভাপতি দিলীপ ঘোষ কে আক্রমণ করেছেন তাদের প্রশাসন চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিক। তাহলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন তারা।