একাধিক দাবি নিয়ে সিপিআইএমের মিছিল জেলা জুড়ে

                একাধিক দাবী নিয়ে সিপিআইএমের মিছিল জেলা জুড়ে                                             নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : ধানের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবি, ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে, কুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা দরে কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার দাবি, আয়কর দেই না এমন পরিবারগুলিকে মাসে ৭৫০০ টাকা ভাতা দেওয়ার দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে বামপন্থী কৃষক ও খেতমজুর সংগঠন এবং কংগ্রেসের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হলো নানুর ব্লকে। অন্যদিকে সারা ভারত কৃষক সভা ময়ূরেশ্বর ১ ব্লক কৃষক কমিটির পক্ষে ময়ূরেশ্বর-১ বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়। নানুর, ময়ূরেশ্বর ছাড়াও নলহাটি সহ জেলার বিভিন্ন প্রান্তে সিপিআইএম, কংগ্রেস আন্দোলনে নামে।