সুন্দরবনে কালকেউটে উদ্ধার, মাছ ধরার জালে

                     ।।সুন্দরবনের এ কালকেউটে উদ্ধার, মাছ ধরার জালে।।
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লক এর মাহমুদপুর গ্রামের ঘটনা। গৌড়েশ্বর নদী থেকে উদ্ধার বিষধর কালকেউটে সাপ উদ্ধার হয় মহিতোষ বেরা নামে এক মৎস্যজীবীর জালে। ওই কেউটে সাপটি লম্বায় ১২ ফুট। এই কাল কেউটে সাপ গায়ের কালো রং সোনালী অদ্ভুত ধরনের ছাপা। সর্প বিশেষজ্ঞ রঞ্জিত মুখার্জী বলেন, এই বিষধর সাপ খুব বিরল প্রজাতির । দিক নির্ণয় ভুল করে সুন্দরবনের জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে নদীর খালে ঢুকে পড়েছে। ঘটনাস্থলে আসে বন দপ্তর সাপটিকে উদ্ধার করে সল্টলেকে নিয়ে যাওয়া হচ্ছে।