নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : রাসায়নিক দিয়ে জাল টাকা তৈরির ফাঁদ পেতে জালিয়াতি ৷ ২ যুবককে আটক করে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ বনগাঁ থানার বাজি তলায় এলাকা থেকে এই দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা। অভিযোগ বাজি তলা এলাকায় একটি চায়ের দোকানে বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করত ওই দুই যুবক ৷ এরা টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখাতো সাধারণ লোককে ৷ বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ এরা ওই চায়ের দোকানে আসলে চায়ের দোকানে লোকজন পরিকল্পনামাফিক তাদেরকে হাতেনাতে ধরে এবং পুলিশের হাতে তুলে দেয় ৷ ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বনগাঁ থানার পুলিশ । আটক দুই যুবকের নাম জানা যায়নি ।