।।সদ্যোজাত শিশু কন্যাকে, জীবন ফিরিয়ে দিল সারমেয়।। নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার হায়দার পুরের ঘটনা । এলাকার রাস্তার ধারে একটি জঙ্গলের মধ্যে সদ্যোজাত শিশু কন্যা পড়েছিল তাকে বুকে আগলে লাগল সারমেয়। সেই সময় বাদুড়িয়া থানার পুলিশের গাড়ি টহল দিচ্ছিল কুকুরের চিৎকার তারপর শিশুর কান্না দুইয়ের জন্য জীবন ফিরে পেল সদ্যোজাত শিশু কন্যা। তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, কান্নার আওয়াজ একদিকে পুলিশ অন্যদিকে সারমেয় । অন্যদিকে প্রতিবেশী ফিরোজা বিবি পরিবার ঝোপের আড়ালে একসদ্যজাত শিশুকন্যা পড়ে রয়েছে তাকে আগলে রেখেছে কুকুর । পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে গায়ে হালকা একটা জামা দেওয়া অবস্থায় একটি শিশু চিত্কার করছে। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল সাহ ও সন্দীপ সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পাঁচ থেকে ছয় দিন বয়সের সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করে শীতবস্ত্র পরিয়ে আজ বৃহস্পতিবার ভোররাতে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে। ওই শিশু কন্যা বর্তমানে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।তার শারীরিক অবস্থা ভালো আছে বলে চিকিৎসকরা জানান। এই সদ্যোজাত কন্যা সন্তানকে কে বা কারা জঙ্গলে ভিতরে ফেলে রেখে গেল তা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানা পুলিশ।