বহু প্রতিক্ষার পর আজ শুরু হলো রেল পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : পূর্ব রেলওয়ের শিয়ালদা মেন ও উত্তর শাখায় আজ সকাল থেকে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। শিয়ালদা থেকে ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর এবং বনগাঁ ও হাসনাবাদ শাখায় চালু হওয়া ট্রেনগুলিতে ভোরের দিকে যাত্রী সংখ্যা কম হলেও পরে তা বাড়তে শুরু করে। সাধারণ যাত্রীদের পাশাপাশি মূলত নিত্যযাত্রীরা ট্রেনে ওঠেন। প্রতিটি স্টেশনেই রেল ও রাজ্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যাত্রীদের থার্মাল চেকিং এর পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে লোকাল ট্রেন চালু হওয়ায় যাত্রীরাও ব্যাপক খুশি।