নিজস্ব সংবাদদাতা, বেঙ্গল ওয়াজ: এখনো গঙ্গা ভাঙন অব্যাহত, প্রতিদিন ভাঙনের কবলে তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা জমি,আতঙ্কে গঙ্গার তীরবর্তী বসবাসকারি কয়েকশো পরিবার, এবার নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সূত্রের খবর, শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় বেশ কয়েকদিন ধরে আবারো নতুন করে গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে। প্রতিদিন প্রতি নিয়ত ফাটল দেখা যাচ্ছে গঙ্গার পাশে।স্থানীয় বাসিন্দাদের দাবি এভাবে প্রতিনিয়ত যদি গঙ্গা ভাঙতে থাকে তাহলে কোনো এক সময় পুরো গ্রামটায় গঙ্গাবক্ষে তলিয়ে যাবে। প্রতি রাতে তাদের আতঙ্কে ঘুম হয় না। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসন এবং শেষ দপ্তরের কর্মীরা গঙ্গা ভাঙ্গন শুরু হলেই পরিদর্শনে আসেন বটে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তারা আশ্বাস দিয়ে চলে যায়।যদিও কোনো কোনো সময় বালির বস্তা দিয়ে গঙ্গার ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে স্থায়ী কোনো সমাধান হয় না। আবারো গঙ্গার দাপটে ওই বালির বস্তা সবই তো লিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা চাইছেন যত দ্রুত সম্ভব প্রশাসন এবং শেষ দপ্তরের পক্ষ থেকে স্থায়ীভাবে পার বাধানোর ব্যবস্থা করা হোক। তবেই তারা নিশ্চিন্তে সেখানে বসবাস করতে পারে। গঙ্গা ভাঙ্গন সমস্যা শুধুমাত্র ওই এলাকাতেই নয় শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এবং নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাতেও একই অবস্থা।