নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ: শনিবার ডানলপ এলাকা থেকে একটি বেসরকারি সংস্থার ৩৫ জন পর্যটক বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলগঞ্জে ঘুরতে আসেন l রবিবার বিকেলে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে প্রসেনজিৎ দাক্ষি নামে ৫৩ বছরের এক পর্যটক নদীতে সাঁতার কাটতে নামেন l অনেক সহকর্মীরা নিষেধ করা সত্ত্বেও তিনি নদীতে নেমে ছিলেন কিছুক্ষণ সাঁতার কাটার পরেই তিনি তলিয়ে জান l পরবর্তীতে ইছামতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাগদা থানার পুলিশ l মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত করে দেখছে বাগদা থানার পুলিশ