আউসগ্রামে বিক্ষোভ সমাবেশ

নয় কোন বিভেদ, নয় জাতি- সম্প্রদায়গত হিংষা, নয় কোন বিভাজন। আমরা সবাই মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাই আমরা হিন্দু- মুসলমান জাতি ধর্ম বর্ন মিলেমিশে এক হয়ে থাকব। দেশে ধর্ম নিয়ে যে ভেদাভেদ তৈরী একটি রাজনৈতিক দল, দেশের ঐক্যকে নষ্ট করছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। বুধবার পূর্ব বর্ধমাসে আউসগ্রামে এমনই বার্তা দিলেন দলের কার্যকরি ব্লক সভাপতি সেখ আব্দুল লালন। এদিন তিনি তার ব্যাক্তিগত অর্থ থেকে আউসগ্রাম ২ নং ব্লকের এড়াল অঞ্চলের স্বর গ্রামের ধর্মরাজ মন্দির সংস্কারে ৫০ হাজার টাকা অনুদান দেন মন্দির সংস্কারের জন্য। সেখ আব্দুল লালনের মন্দির সংস্কারে অর্থ সাহায্য পেয়ে খুশি গ্রামের হিন্দুরা। সেখ লালন বলেন, এখানে রাম – রহিম সবাই সমান। নিজেদের মধ্যে কোন ভেদাভেদ নেই। থাকবেও না।

কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ও উত্তর প্রদেশে নারী নির্যাতনের প্রতিবাদে ব্লক তৃনমূল নেতৃত্ব একটি প্রতিবাদসভাও করে । যেখানে হাজার খানেক মানুষের জনসমাগম হয়। উপস্হিত ছিলেন দলের ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ, সেখ হায়দার, কার্যকরী সভাপতি সেখ আব্দুল লালন সহ অনান্য নেতৃত্ব। এড়াল অঞ্চলের স্বর গ্রামে এদিন ৩৫০ টি পরিবারও তৃনমূলে যোগদেন। —