
বেঙ্গল ওয়াজ নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ থেকে আল কায়েদা যোগে ধৃতদের জেরা যতই এগোচ্ছে তত উঠে আসছে অনেক তথ্য । জানা যাচ্ছে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাগুলি তে চলছিল জঙ্গী তৈরির কাজ ।
এই এলাকা থেকে এন আই এ গ্রেপ্তার করেছে আল মামুনকে । গোয়েন্দারা জানতে পেরেছেন গ্রামের মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে এলাকায় শিশুদের শিক্ষার জন্য মাদ্রাসা গড়ে তুলে জঙ্গী তৈরির জন্য মগজ ধোলাই এর কাজ করত মামুন ।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে , আল কায়েদা যোগে ধৃত এই যুবক এলাকায় একটি বেসরকারি মাদ্রাসা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল । সেখানে চলত শিশুদের মগজ ধোলাইয়ের কাজ । আরও জানা যাচ্ছে, ওই মাদ্রাসা চালানোর জন্য কেরল থেকে আর্থিক সাহায্য এসে পৌছাতো মামুনের কাছে। এছাড়াও রশিদ ছাপিয়ে স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি চালাবার জন্য টাকা তোলা হতো বলে জানা যায় । এইভাবেই নিজের এলাকায় প্রভাব বিস্তার করতে বছর দুয়েক ধরে চেষ্টা চালাচ্ছিল আল মামুন ।