
ৰেঙ্গলওয়াজ ব্যুরো ,পূর্ব বর্ধমান: দাম চড়েছে। কিন্তু বিক্রি তলানিতে। এই হল সংক্ষেপে বিশ্বকর্মা পুজোর আগের দিনের মূর্তি বিক্রির ছবি।
প্রতিবারের মতো এবারেও বিশ্বকর্মার মূর্তির পসরা সাজানো রয়েছে শহরের বেশ কয়েকটি এলাকায়। কার্জন গেট, ঊৎসব ময়দান, রথতলা, বোরহাটে প্রতিবারের মতো এবারও মূর্তি সাজিয়ে বসে রয়েছেন বিক্রেতারা। তবে মূর্তির সংখ্যা অনেক কম। তাও বিক্রি নেই।
বিক্রেতারা জানান, অন্যবার একেকজন দেড়শো মূর্তি বানালেও এবার সেখানে বানিয়েছেন পঞ্চাশটির মতো মূর্তি। করোনা পরিস্থিতিতে কাঁচামালের লাগামছাড়া দর বেড়েছে। বেড়েছে খড় সুতলি থেকে রঙের দামও। দাম বেড়েছে অন্যান্য উপকরণেরও। অথচ বিক্রি নেই মূর্তির। তাই মাথায় হাত প্রতিমা শিল্পীদের। একেই এবার দুর্গা প্রতিমার বরাত মেলেনি। হতাশার অন্ধকার পটুয়াপাড়ায়। বিশ্বকর্মা পুজোর আগের দিন এমন পরিস্থিতিতে তাই দীর্ঘশ্বাসই শুধু সম্বল।
করোনা আবহে এবারে নমো নমো করে পুজো হচ্ছে বেশিরভাগ জায়গাতেই। অনেক কারখানা বন্ধ। তাছাড়া অনেক অফিসেও ধূমধাম করে পুজো হয়। হয় খাওয়াদাওয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’দিন ধরে মাইক বাজে গোটা জিটি রোডে। কিন্তু এবারে সবই কেমন ছন্নছাড়া। ক্রেতাদের অনেকেই জানান, নিয়ম রক্ষা করতে হবে। তাই বাধ্য হয়ে পুজোর আয়োজন করছেন তাঁরা। কিন্তু বাজেট কম। সেই তুলনায় মূর্তির দাম অনেক বেশি।