
ব্যুরো: চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন কংগ্রেস সভা সনিয়া গান্ধী। সঙ্গে যাচ্ছেন রাহুল গান্ধীও। ফলে সংসদের আসন্ন অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না মা ও ছেলে।
কংগ্রেস সূত্রে খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে পৃথক চিঠি দিয়েছেন সনিয়া-রাহুল। আসন্ন বাদল অধিবেশন কেন তাঁরা লোকসভায় উপস্থিত থাকতে পারবেন না তা জানিয়েছেন চিঠিতে।
কী হয়েছে সনিয়ার?
পাঁচ বছর আগে প্রথম বার দীর্ঘ সময় আমেরিকায় থেকে চিকিৎসা করিয়েছিলেন সনিয়া গান্ধী। তিনি কোথায় চিকিৎসা করান এবং তাঁর কী রোগ হয়েছে তা নিয়ে নানান জল্পনা রয়েছে। এ ব্যাপারে যতটা জল্পনা দলের বাইরে রয়েছে ততটাই রয়েছে ভিতরে। কিন্তু রাহুল-প্রিয়ঙ্কা এ ব্যাপারে আগে একবার বলেছিলেন, এটা পুরোপুরি পরিবারের বিষয়। এ ব্যাপারে বাইরে আলোচনা না হলেই ভাল।
শরীর ভাল যাচ্ছে না সনিয়ার কদিন আগেই দিল্লির গঙ্গারাম হাসপাতালে এক দিনের জন্য ভর্তি হয়েছিলেন সনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে বলা হয়েছিল, সাধারণ চেকআপের জন্য গিয়েছেন তিনি। বস্তুত শরীর খারাপ হলে গঙ্গারাম হাসপাতালেই মূলত চিকিৎসা করান গান্ধী পরিবারের সদস্যরা। প্রিয়ঙ্কা গান্ধীর দুই সন্তানের জন্মও সেখানে হয়েছিল।
সে প্রসঙ্গ থাক। সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী বলেছিলেন, মায়ের শরীর ভাল না। মা আর পেরে উঠছেন। যত দ্রুত সম্ভব অন্য কাউকে দলীয় সভাপতির দায়িত্ব দেওয়া হোক। এর পর ঠিক হয়েছে ৬ মাসের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন করা হবে। তার আগে গতকাল কংগ্রেসের বড় রকমের রদবদল করেছেন সনিয়া গান্ধী। দলীয় সংগঠনে তুলনায় নতুন প্রজন্মের নেতাদের বড় দায়িত্ব দিয়েছেন। তার পরই আজ তিনি রওনা হয়ে যান আমেরিকার উদ্দেশে।