অক্ষয় কুমার রোজ গোমূত্র পান করেন, বেয়ার গ্রিলকে অকপটে জানালেন সে কথা

ব্যুরো: গরু ও গোমূত্র নিয়ে গত কয়েক বছর ধরে যা বিতর্ক বা হাসাহাসি জাতীয় স্তরে হয়েছে, তাতে এতোদিনে তার ব্র্যান্ড কালার হয়ে গিয়েছিল গেরুয়া।

কিন্তু বোধকরি এই প্রথম গোমূত্র একজন বড় ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর পেয়ে গেল। সেই তিনি, নান আদার দ্যান ‘সব সে বড়া খিলাড়ি’ অক্ষয় কুমার।

বৃহস্পতিবার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অক্ষয়। তাতে অভিনেতা অকপটেই বলেছেন, “আয়ুর্বেদ ওষুধ হিসাবে আমি রোজ গোমূত্র পান করি।”

ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলের সঙ্গে সম্প্রতি একটি এপিসোড শ্যুট করেছেন অক্ষয়। গ্রিল ‘ইনটু দ্য ওয়াইল্ড’ বলে যে শো করেন তার জন্যই সেই শ্যুট হয়েছে। ওই অনুষ্ঠানটির প্রমোশনের জন্যই ইনস্টাগ্রামে একটি লাইভ করেন অক্ষয়। সেখানে তাঁর পরবর্তী ছবি ‘বেল বটমের’ নায়িকা হিমা কুরেশিও ছিলেন। হিমাই তাঁকে প্রশ্ন করেন, বিয়ার গ্রিল যে তোমাকে এলিফ্যান্ট পুপ টি খাইয়েছে, তা কেমন লেগেছে?

হাতিকে চা পাতা খাওয়ানোর পর যে পটি হয়, তা শুকিয়ে তৈরি চা-কেই এলিফ্যান্ট পুপ টি বলে। জবাবে অক্ষয় বলেন, ওই চা খাওয়ার ব্যাপারে আমার খুবই আগ্রহ ছিল। ব্যাপারটা কী খেয়ে দেখি। তা ছাড়া আমি জানতাম কোনও ঝুঁকি নেই। আমি সেফ হ্যান্ডে রয়েছি। আর গ্রিল বলেন, ওটা কিন্তু খেতে খারাপ ছিল না।

‘ইনটু দ্য ওয়াইল্ড’-এর ওই এপিসোড শ্যুট হয়েছে কর্নাটকের ব্যঘ্র অভয়ারণ্য বান্দিপুর জাতীয় উদ্যানে। এই পর্বটি শ্যুট করে অক্ষয় এতো মজা পেয়েছেন যে তিনি গ্রিলকে বলেছেন, আরও একটি এপিসোড তিনি করতে চান।

https://www.instagram.com/tv/CE80urupejq/?utm_source=ig_embed

অক্ষয়ের আগে ‘ইনটু দ্য ওয়াইল্ড’ এ গ্রিলের সঙ্গে অভিযানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শ্যুট করেছিলেন উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে। জিম করবেট ন্যাশনাল পার্কে অনেকটা শ্যুটিং হয়েছিল। মোদীর সেই শ্যুটিংয়ের দিনই পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা হয়েছিল।

তা ছাড়া ‘ইনটু দ্য ওয়াইল্ড’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা রজনীকান্ত। অক্ষয়ের সঙ্গে শ্যুটের পর গ্রিল বলেছেন, ওঁর কোনও ইগো নেই। এটাই আমার সব থেকে ভাল লেগেছে। তা ছাড়া শারীরিক ভাব উনি খুব ফিট। বিশেষ করে আমি দেখেছি একবার কেউ সেলিব্রিটি হয়ে গেলে রুটিনের বাইরে গিয়ে কিছু করতে চান না। পাছে কোনও বিরূপ প্রভাব পড়ে শরীরে। কিন্তু অক্ষয় তেমন নন। অ্যাডভেঞ্চার প্রিয়। শারীরিক কসরত করেন নিয়ম করে।