বিজেপির রাজ্য কমিটিতে শোভন-শুভ্রাংশু, অনুমোদন দিলেন দিলীপ

 ব্যুরো: কত জল্পনাই না তৈরি হয়েছিল। ঘরওয়াপসির সমস্ত অনুমান মিথ্যে করে দিল ৬ নম্বর মুরলীধর সেন লেন। বিজেপির রাজ্য কমিটির সদস্য হলেন শোভন চট্টোপাধ্যায়।

এই একমাস আগেও কত কথাই না রটেছিল! কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূলে ফেরাতে শাসক দলেরই অনেকে সাংবাদিকদের বলেছিলেন, ওঁকে ফেরাতেই বেহালার সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। রত্না সে ব্যাপারে কোনও নির্দেশ না পেলেও খবর ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। সেই শোভন তৃণমূলে তো ফেরেনইনি উল্টে মঙ্গলবারের বার বেলায় বিজেপি নতুন যে রাজ্য কমিটির তালিকা প্রকাশ করেছে তাতে জায়গা করে নিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সিলমোহর দেওয়া সেই তালিকায় স্থান পেয়েছেন মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ও। এ ঘটনাও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, কদিন আগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে দলের যুব কমিটি যখন তৈরি হয়, অনেকে প্রশ্ন তুলেছিলেন সেখানে শুভ্রাংশুর নাম নেই কেন। মঙ্গলবার তার জবাবও পাওয়া গেল।

দীর্ঘদিন ধরে রাজ্য কমিটি ঘোষণা বকেয়া ছিল বিজেপির। এ ব্যাপারে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করলেই বলতেন, তাঁর তালিকা তিনি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। এবার যা করবে কেন্দ্রীয় নেতৃত্ব। অবশেষে সেই তালিকা ঘোষণা হল এদিন।

শোভন বিজেপিতে যোগ দিয়েছিলেন গত বছর অগস্ট মাসে। তারপর থেকে তাঁকে দলীয় কর্মসূচিতে তো দেখা যায়ইনি উল্টে তাঁর নিষ্ক্রিয়তা নিয়েই বারবার শিরোনামে এসেছেন তিনি। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে চলে যাওয়া থেকে চলচ্চিত্র উৎসবে তাঁদের উপস্থিতি অস্বস্তি বাড়িয়েছিল গেরুয়া শিবিরের। ব্যঙ্গ, বিদ্রুপও কম হয়নি। শোভন-বৈশাখীকে ‘ডাল-ভাত’ বলে টিপ্পনি কেটেছিলেন স্বয়ং দিলীপ ঘোষ।

পর্যবেক্ষকদের মতে, বিজেপির রাজ্য কমিটিতে শোভনকে ঠাঁই দেওয়ার পিছনে অন্য কৌশল রয়েছে। তা হল, শোভন বিজেপিতে কতটা সক্রিয় হলেন তার চেয়েও গেরুয়া শিবিরের কাছে গুরুত্বপূর্ণ শোভন যাতে একুশের বিধানসভার আগে তৃণমূলে ফিরে না যান।

শুভ্রাংশুর রাজ্য কমিটিতে জায়গা পাওয়া নিয়েও এদিন রাজ্য বিজেপির অন্দরে নানান বিশ্লেষণ শুরু হয়েছে। অনেকের মতে, রাজ্য বিজেপিতে যখন দিলীপ-মুকুল আড়াআড়ি বিভাজন দিনের আলোর মতো স্পষ্ট তখন প্রাক্তন রেলমন্ত্রীর বিধায়ক ছেলেকে রাজ্য কমিটিতে নেওয়া নিঃসন্দেহে অর্থবহ। এর নেপথ্যে দিল্লির ভূমিকা দেখতে পাচ্ছেন অনেকেই।

তা ছাড়াও গেরুয়া শিবিরের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা একদা সিপিএমের দাপুটে নেতা বঙ্কিম ঘোষও। প্রয়াত অনিল বিশ্বাসের বরপুত্র তথা হরিণঘাটার প্রাক্তন নেতাকে গত ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজোতে দেখা গিয়েছিল। এদিন তিনি জায়গা পেলেন রাজ্য কমিটিতে।