
ব্যুরো: মহারাষ্ট্র সরকার বনাম কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। বুধবার সকালেই বুলডোজার, জেসিবি মেশিন, বৃহন্মুম্বই পুরসভার অসংখ্য কর্মী নিয়ে মুম্বই পুলিশের আধিকারিকরা হাজির হন বান্দ্রায় অভিনেত্রীর অফিস ‘মণিকর্ণিকা ফিল্মসে’। শুরু হয় ভাঙার কাজ। আর এই কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টে অভিযোগ করেন কঙ্গনা। বলেন বেআইনিভাবে তাঁর সম্পত্তি ভাঙছে বিএমসি। সেই মামলায় জয় পেলেন কঙ্গনা।
এদিন ভার্চুয়াল মাধ্যমে শুনানি করেন বম্বে হাইকোর্টের বিচারক। সেখানে তিনি বৃহন্মুম্বই পুরসভাকে নির্দেশ দেন, কঙ্গনার অফিস ভাঙার কাজ এই মুহূর্তে বন্ধ করতে হবে। নিজের পিটিশনে কঙ্গনা অভিযোগ করেছেন, সব কাগজপত্র আছে তাঁর কাছে। বেআইনিভাবে তাঁর অফিস ভাঙতে গিয়েছে বিএমসি। কঙ্গনার দায়ের করা পিটিশনের জবাব বিএমসিকে দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
কঙ্গনা রানাওয়াতের অফিসে বেআইনি নির্মাণের নোটিস গতকাল ঝুলিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয় অভিনেত্রীকে। হিমাচল প্রদেশ থেকে মুম্বইয় ফিরছেন কঙ্গনা। তার মধ্যেই বুধবার সকাল থেকে তাঁর অফিস ভাঙা শুরু করে বিএমসি। আর সেই কাজ শুরু হতেই ফের বিস্ফোরক হয়ে ওঠেন কঙ্গনা।
বুধবার সকাল থেকে একগুচ্ছ টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন কঙ্গনা। সেইসব টুইটে তিনি নিজের অফিস ভাঙার ছবি দিয়েছেন। টুইটে কঙ্গনা লিখেছেন, “আমি আমার শত্রু চিনতে কোনও দিন ভুল করি না। এটা বারবার প্রমাণিত হয়েছে। এই কারণেই আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর।” আরও একটি টুইট করে তিনি লিখেছেন, ‘পাকিস্তান’। টুইটে অফিসের ভিতরেও ভাঙচুর করার ছবি দিয়েছেন তিনি।
কঙ্গনার অফিসের বাইরে বিএমসি কর্মীরা যে নোটিস দিয়েছে, সেখানে ১৪টি ভায়োলেশনের কথা বলা হয়েছে। গতকাল সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, কঙ্গনার অফিসে নোটিস ঝোলানো হয়েছে। যদি এর জবাব না পাওয়া যায়, তাহলে বেআইনি অংশ ভাঙা শুরু হবে।
এদিকে বুধবার সকালেই কঙ্গনা টুইট করে বলেন, “আমি যখন মুম্বই দর্শনের জন্য বিমানবন্দরের দিকে যাচ্ছি, তখনই মহারাষ্ট্র সরকার ও তাদের গুন্ডারা আমার সম্পত্তির দিকে যাচ্ছে। তারা বেআইনিভাবে অফিস ভাঙবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি মহারাষ্ট্রের গর্বের জন্য নিজের রক্ত দেব। এতে আমার আত্মবিশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে।”
বুধবার সকালে অফিস ভাঙার কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। হাইকোর্টের নির্দেশে আপাতত পুরসভাকে ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। এদিকে দুপুরেই মুম্বইয়ে পা দিচ্ছেন কঙ্গনা। তিনি মুম্বইয়ে নামার পরে এই ঘটনার প্রবাহ কোনদিকে যায় সেটাই দেখার।