
প্রতিনিধি :সংযুক্ত আরব আমিরশাহীতে চেন্নাই সুপার কিংসের শিবির থেকে সুরেশ রায়নার দেশে ফিরে আসার পর থেকে জল্পনার অন্ত নেই সংবাদমাধ্যমে। আত্মীয়দের উপর দুষ্কৃতী হামলা, নাকি সন্তানদের জন্য দুশ্চিন্তা, নাকি হোটেলের ঘর নিয়ে সমস্যা, কী কারণে তিনি দেশে ফিরলেন তা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। অবশেষে মুখ খুললেন রায়না। বললেন, হোটেলের ঘর নিয়ে ঝামেলার কথা সত্যি নয়। ব্যক্তিগত কারণেই দেশে ফিরে এসেছেন তিনি। চলতি মরসুমে ফের তাঁকে আইপিএলে দেখা যেতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন ধোনির ডেপুটি।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন, “বলা যায় না, হয়তো ক্যাম্পে ফের আমাকে দেখা যেতে পারে। প্রথমে আমাকে এখানে নিজের দায়িত্ব সামলাতে হবে। তারপর আমি তৈরি। আমার দেশে ফেরার সিদ্ধান্ত ব্যক্তিগত। পরিবারের জন্যই আমাকে ফিরে আসতে হয়েছে। বাড়িতে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল। হোটেলের ঘর নিয়ে ঝামেলার যে খবর বের হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে।”
দলের সঙ্গে যে তাঁর কোনও সমস্যা হয়নি তা স্পষ্ট করে দেন রায়না। তিনি বলেন, “চেন্নাই সুপার কিংস আমার কাছে একটা পরিবার। মাহি ভাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই আমার কাছে এই সিদ্ধান্ত খুবই কঠিন ছিল। কিন্তু পরিবারের জন্য আমাকে দেশে ফিরে আসতেই হত।”
চেন্নাইয়ের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসনকে নিজের বাবার মতো বলে উল্লেখ করে রায়না বলেন, “উনি আমার কাছে বাবার মতো। সব সময় উনি আমার পাশে থেকেছেন। উনি আমার খুব কাছের। উনিও আমাকে নিজের ছোট ছেলের মতোই ভালবাসেন। উনি আমার ফিরে আসার কারণ আগে জানতেন না। এখন সব ঠিক হয়ে গিয়েছে।”
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। চলবে ৫৩ দিন। আগামী ১০ নভেম্বর রয়েছে এই টুর্নামেন্টের ফাইনাল।