করোনা আবহে যতোটা সম্ভব গণেশ পুজো নিয়ে প্রস্তুতি সারছেন এখন প্রত্যেকেই ৷ কিন্তু এরই মধ্যে গুজরাতের সুরতে দেখা গেল ৬০০ কোটি টাকার একটি গণেশ ৷ হ্যা, দাম শুনলে সত্যি চোখ কপালে ওঠার মতোই !
গুজরাতের এক হিরে ব্যবসায়ী এই মহামূল্যবান হিরের গণেশ তৈরি করিয়েছিলেন অনেক বছর আগেই ৷ দামের দিক থেকে বিচার করলে এই হিরের গণেশ কোহিনুর হিরের থেকেও বেশি দামি !
প্রতিবছর গণেশ পুজোর সময়েই এই গণেশ মূর্তি নিয়ে চর্চা শুরু হয় ৷ কারণ অত্যন্ত সুরক্ষা ব্যবস্থার মধ্যে এই মূর্তির পুজো করা এবং দেখার সুযোগ খুব কম মানুষেরই হয় ৷
সুরতের ব্যবসায়ী কনু ভাই অসোদরিয়া হলেন এই মহামূল্যবান গণেশের মালিক ৷ গুজরাতে বসেই সারা বিশ্ব জুড়ে হিরের ব্যবসা করছেন তিনি ৷
দলাই লামা থেকে শুরু করে বাবা রামদেব, অমিত শাহ, অমিতাভ বচ্চন প্রত্যেককেই বিভিন্ন সময়ে এই হিরের গণেশের ছবি নিজে গিয়ে দেখিয়ে এসেছেন কনু ভাই ৷
কোহিনুর হিরের চেয়েও বেশি দামি এই গণেশ ৷ কারণ কোহিনুর হিরের ওজন ১০৫ ক্যারেট ৷ সেখানে এই গণেশ রূপের হিরের ওজন ১৮২ ক্যারেট ৫৩ সেন্ট ৷