34 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নয়ানজুলিতে

নিজস্ব প্রতিনিধি : 34 নং জাতীয় সড়কেনিয়ন্ত্রণ হারিয়ে খালি যাত্রীবাহী ৮ সিট বিশিষ্ঠ আক্তিচার চাকার গাড়ি নয়ন জলিতে উল্টে বিপত্তি ।হতাহতের কোনো খবর। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন খেলিয়া মোড় এলাকায় ।স্থানীয়দের দাবি যাত্রীবাহী max গাড়িটি চালিয়ে একায় আসছিল গাড়ি চালক। সম্ভবত গাড়ি চালক ঘুমিয়ে পড়েছিল সে কারণে এই বিপত্তি।স্থানীয়রা আরো জানিয়েছেন বিকাল 4 টে নাগাদ বারাসাতের দিক থেকে জাগুলিয়ার দিকে যাচ্ছিল খালি যাত্রীবাহী গাড়িটি,নিয়ন্ত্রণ হারিয়ে খেলিয়া এলাকায় নয়নযোলিতে উল্টে যায়।তবে কেও হতাহত হইনি বলে দাবি স্থানিয়দের