নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ: 26 তারিখ সাধারণ ধর্মঘটের সমর্থনে নৈহাটি তে জনসভা করল বামফ্রন্ট । এই জনসভা য় উপস্থিত ছিলেন মঃ সেলিম ।মুলত সাতদফা দাবিতে এই জনসভা । এই সভায় তৃণমূল ও বিজেপি কে এক হাত নেন তিনি । তার কথায় অমিত সা বড় ওযাশিং মেসিন কিনেছেন আর আর তাতে সবাইকে পরিস্কার করে নিতে চাই ছেন। তার কথায় সারা বিশ্বে দক্ষিণ পন্থা পিছু হচ্ছে বিহারের ভোটেও তার ফল পরবে। আর এ রাজ্যে কংগ্রেস কে ও ধর্ম নিরপেক্ষ দল গুলো কে নিয়ে তারাই সরকার গঠন করবে । বিজেপি তৃণমূল বাদ দিয়ে । কংগ্রেস কি তা হলে দক্ষিণ পন্থা দল নয় এ প্রশ্ন কিন্তু ওঠেই।