৫ বছরে আয় ৭০ কোটি টাকা, রিয়ার ইউরোপ ভ্রমণের খরচও কি সুশান্তর পয়সায়

আয় যেমন করেছেন তেমন ব্যয়ও করতেন সুশান্ত। অডিট রিপোর্ট থেকে এমনটাও জানা গিয়েছে যে, শুধু নিজের জন্যই নয়, কর্মী থেকে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের জন্যও খরচ করতেন সুশান্ত। সেই সঙ্গে নিজেও অত্যন্ত বিলাসবহুল জবীন যাপন করতেন সুশান্ত।

একটু একটু করে সামনে আসছে নানা তথ্য। এবার জানা গেল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। তদন্ত শুরুর পরে পরেই মুম্বই পুলিশ অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেনসিক অডিট করিয়েছিল। সেই অডিট রিপোর্ট এবার সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে দিয়েছে পুলিশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্রয়াত অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অডিট রিপোর্টের তথ্য বলছে, গত ৫ বছরে ৭০ কোটি টাকা আয় করেছেন সুশান্ত। গ্র্যান্ট থর্ন্টন নাম এক কোম্পানির অডিটি রিপোর্টে বলা হয়েছে, এই অ্যাকাউন্ট থেকে অনেক টাকাই খরচ করা হয়েছে তবে এখান থেকে রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও ডিজিটাল লেনদেন হয়নি।

আয় যেমন করেছেন তেমন ব্যয়ও করতেন সুশান্ত। অডিট রিপোর্ট থেকে এমনটাও জানা গিয়েছে যে, শুধু নিজের জন্যই নয়, কর্মী থেকে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের জন্যও খরচ করতেন সুশান্ত। সেই সঙ্গে নিজেও অত্যন্ত বিলাসবহুল জবীন যাপন করতেন সুশান্ত। তার সঙ্গে সঙ্গেই বন্ধুবান্ধব থেকে পরিবার তো বটেই এমনকী কর্মীদের জন্যও খুবই খরচ করতেন। জানা গিয়েছে, সুশান্ত তাঁর আয়ের একটা বড় অংশ খরচ করেছেন মুম্বইতে ফ্ল্যাট, দামি গাড়ি ও বাইক কিনে। মিউচুয়াল ফান্ডেও তিনি অনেক বিনিয়োগ করেছেন। তার পরিমাণ কয়েক কোটি টাকা। এর পাশাপাশি বিভিন্ন ভিন্ন ব্যাঙ্কে ৫-৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে। সেইসঙ্গে কেরলের বন্যায় আর্থিক সাহায্য ছাড়াও দুঃস্থদের সাহায্যের জন্য বিভিন্ন সংস্থাকে দান করেছেন।

ওই অডিট রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, সুশান্ত সিং রাজপুত আয়কর দিয়েছেন পাঁচ কোটি টাকা। সেইসঙ্গে কয়েক কোটি টাকা নিজের ম্যানেজার, কর্মী, ও বাড়ির খরচখরাচর জন্য ব্যবহার করেছেন। শুধু বাড়ি ভাড়াই দিয়েছেন ৩ থেকে ৪ কোটি টাকা। তবে এই অ্যাকাউন্ট থেকে প্রেমিকা রিয়া চক্রবর্তীকে সরাসরি টাকা দেওয়ার কোনও তথ্য মেলেনি বলেই জানা গিয়েছে। এটা নিয়ে বিশদে তদন্ত চালাচ্ছে ইডি। দেখা হচ্ছে, রিয়া ও তাঁর পরিবারের জন্য কত টাকা খরচ করেছেন সুশান্ত।

ওই সংবা‌দমাধ্যমের দাবি অনুযায়ী, ইডি-র সন্দেহে, ভাল পরিমাণ অর্থই রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের জন্য খরচ করেছেন প্রয়াত অভিনেতা। সেই টাকার পরিমাণ প্রায় ৫০ লক্ষ বলে মনে করা হচ্ছে। সুশান্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই রিয়া ও তাঁর ভাইয়ের ইউরোপ ভ্রমণের খরচ মেটানো হয়েছে। তার মধ্যে কেনাকাটা থেকে স্পা, হোটেল ও টিকিট বুকিংয়ের জন্য খরচ রয়েছে।

এছাড়াও কিছু প্রোডাকশন হাউস, এজেন্সি ও কোম্পানিকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন সুশান্ত। এই অর্থ ঠিক কী কারণে সুশান্ত দিয়েছিলেন, তা অবশ্য অডিট রিপোর্টে স্পষ্ট নয়। এই এজেন্সি ও কোম্পানিগুলির সঙ্গে রিয়া চক্রবর্তীর কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে ইডি।