
দ্য ওয়াল ব্যুরো: গোটা মুরগি নাকি ৫৫ টাকায় মিলবে, এমনই টোপ দিয়ে মুর্শিদাবাদ থেকে এক ব্যবসায়ীকে শিলিগুড়িতে ডেকে নিয়ে ৮৯ হাজার টাকা হাতিয়ে পালিয়ে গেল দুই প্রতারক! পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও কেউ ধরা পড়েনি। তবে মুরগি বিক্রির নামে এভাবে ব্যবসায়ীকে বোকা বানানোর ঘটনায় কার্যত হতবাক সকলে।
পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ থেকে আসা ওই ব্যবসায়ীর নাম পীযূষ দাস। তিনি পুলিশকে জানিয়েছেন, কিছু দিন আগে তাঁর কাছে একটি ফোন আসে, শিলিগুড়িতে মুরগি বিক্রি করার কথা জানায় দু’জন। তারা নিজেদের পরিচয় দেয় অপূর্ব ঘোষ এবং জয় রসৌলি বলে। পীযূষবাবু আদতেই মুরগির ব্যবসা করেন, ফলে মুরগি বিক্রির ফোন আসায় তেমন সন্দেহ করেননি তিনি।
মুরগির অগ্রিম বাবদ জয় রসৌলি এবং অপূর্ব ঘোষ পীযূষ বাবুর কাছ থেকে ৮৯ হাজার টাকা নেয়। তাকে মুরগি নিতে ফাঁসিদেওয়া থানা এলাকার একটি পোলট্রি ফার্মে পৌঁছতে বলা হয়। যথারীতি অগ্রিম টাকা দেওয়ার পরে মুরগি নিতে পীযূষবাবু গাড়ি নিয়ে চলে যান ফাঁসিদেওয়া থানা এলাকার ঘোষপুকুরের পোল্ট্রি ফার্মে। কিন্তু সেখানে গিয়ে ওই দু’জকে দেখতে পান না চিনি। ফোন করলে দেখেন দু’জনেরই মোবাইল বন্ধ। এমনকি ওই ফার্মেও এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারেন না!
শিলিগুড়ির দুই ব্যক্তি পীষূষবাবুকে জানায়, খুব সস্তায় তারা মুরগি সরবরাহ করবে। এক একটি গোটা মুরগি ৫৫ টাকা করে দেবে বলে জানায় তারা। স্বাভাবিক ভাবেই দরদাম করে কথা পাকা হয়। এর পরে গত ১০ আগস্ট শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে ডাকা হয় পীযূষবাবুকে। মুর্শিদাবাদ থেকে গাড়ি এবং টাকা নিয়ে মুরগি কিনতে চলে আসেন পীযূষবাবু।
এর পরেই পীযূষবাবু বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন তিনি। অনেকের কাছে জানতে চেয়েও ওই দুই ব্যক্তির কোনও হদিস না পেয়ে শেষে নিউ জলপাইগুড়ি থানার অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে।