৩২ বছর ধরে বিনা বেতনে ট্রাফিক সামলান গঙ্গারাম, পিছনে এক মর্মান্তিক কারণ

রোদ, বৃষ্টি কিছুই তাঁকে আটকে রাখতে পারে না। নিজের পয়সায় কেনা ট্রাফিক পুলিশের মতো পোশাক পরে তিনি ট্রাফিক সামলান। তবে তাঁর ডিউটি একই জায়গায়। নিজেই নিজেকে দিল্লির সীলমপুরের রাস্তায় নিয়োগ করেছেন। গত ৩২ বছর ধরে ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করে চলেছেন গঙ্গারাম। না, চাকরি নয়। তাই বেতনেরও প্রশ্ন নেই।