হ্যাম রেডিও ও বীজপুর থানার তৎপরতায় বাড়ি ফিরল ভারসাম্যহীন ব্যক্তি

                    হ্যাম রেডিও ও বীজপুর থানার তৎপরতায় বাড়ি ফিরল ভারসাম্যহীন ব্যক্তি                  নিজস্ব প্রতিনিধি: সোমবার দিন নৈহাটি থানার অন্তর্গত নৈহাটি বৈষ্ণবপাড়া গরিফা সংলগ্ন এলাকার বাসিন্দা সম্রাট নাথ বছর পঞ্চাশের ব্যক্তি ভারসাম্য হীন অবস্থায় বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। দুদিন বাড়ি না ফেরায় চিন্তার মধ্যে পরে বাড়ির লোক অবশেষে হ্যাম রেডিও ও বীজপুর থানার যৌথ প্রচেষ্টায় ফিরে পায় ভারসাম্যহীন ব্যক্তি তার নিজের বাড়ি। নিজের ছেলেকে কাছে পেয়ে খুশি মা শিলা নাথ সহ পরিবারের সবাই। ধন্যবাদ জানাই হাম রেডিও সংস্থা ও বীজপুর থানার পুলিশ কর্মীদের।