নিজস্ব প্রতিনিধি: আজ হালিশহরের মুখার্জি পাড়া গঙ্গার ঘাটে অস্ত্র রিচুয়াল একাডেমীর উদ্যোগে আয়োজিত হল দুঃস্থ দরিদ্র পুত্রদের শুভ উপনয়ন।প্রায় 8 আর জন বালকের উপনয়ন হবে। পাশাপাশি এই উপনয়ন কে কেন্দ্র করে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে সকল অতিথিদের জন্য। এই উপনয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সমাজসেবী তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশীষ পাল মূল আয়োজক তরুণ কুমার আচার্য।