হালিশহরে আক্রান্ত বিজেপি যুব কর্মী

হালিশহরে শাসকদলের হাতে আক্রান্ত বিজেপির যুব কর্মীর
 নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল ওয়াজ:: হালিশহর শ্মশানে বন্ধুর বাবার দেহ সৎকার করতে গিয়ে শাসকদলের হাতে আক্রান্ত কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের বিজেপির যুব কর্মী শান্তনু গঙ্গুলি সুকান্ত গাঙ্গুলী। তাদের অভিযোগ বিজেপি করার অপরাধে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এমনকি তাদের প্রচুর মারধর করা হয় শাসকদলের মদতে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বীজপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত অবস্থায় বিজেপির যুব কর্মীকে নিয়ে যাওয়া হয় কল্যাণী যে এন এম হসপিটালে। এই ঘটনা বিষয়ে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকার বলেন ভিত্তিহীন ঘটনা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি নিজেদের মধ্যে মারধর করে শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি সেটা সাধারণ মানুষ বুঝতেও জানতে পেরে গেছে পুলিশ তার সঠিক তদন্ত করবে। এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি নিজের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করছে মুকুল রায় বনাম দিলীপ ঘোষের একটা গোষ্ঠীদ্বন্দ্ব লড়াই চলছে বিজেপির মধ্যে কিছুদিন আগেই শুভ্রাংশু অনুগামীরা বিজেপির মন্ডল সভাপতি দের অনুষ্ঠানে কাঁচরাপাড়া এক বিজেপি কর্মীর মারধর করেছে এমনই বললেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি সম্পাদক দিব্যেন্দু সরকার

SHOW LESS