নিজস্ব প্রতিনিধি : হারিয়ে যাওয়া ব্যাগ মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার নজির দিলেন ইরিক্সায় চালক রতন সূত্রধর। জানা গিয়েছে যে মাদারিহাটের বাসিন্দা শুভম গৌতম গত সপ্তাহে হাসমীচক থেকে আরোগ্য নিকেতন নার্সিংহোম যাওয়ার জন্য ইরিক্সাতে উঠেন। এরপর ভুলবশত তিনি ইরিস্কার মধ্যেই ব্যাগ ফেলে নেমে যান। এবং ইরিক্সাতে থাকা এক মহিলার নজরে আসে ব্যাগটি। এরপর ব্যাগটি ইরিস্কা চালকের হাতে তুলে দেন ওই মহিলা। যদিও শুভম বাবু অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ পাননি। এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে মাদারিহাট থানায়। ইরিক্সা চালক রতন সূত্র ধর ব্যাগ পাওয়া মাত্রই এনজেপি থানার কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানায়। এরপর রতন বাবু বিষয়টি জানান এলাকার রামপ্রসাদ মন্ডল নামে এক ব্যক্তিকে। এবং এরপর রাম প্রসাদ বাবু ব্যাগটিতে থাকা কাগজপত্র থেকে মালিকের পরিচয় ও মোবাইল নাম্বার জোগাড় করে মাদানিহাট পুলিশকে খবর দেন। মাদারিহাট থানার পুলিশ খবর দেন শুভম গৌতম বাবুকে। এরপর এদিন জলপাইগুড়ি থানায় হারিয়ে যাওয়া ব্যাগ নিতে মাদারিহাট থেকে শিলিগুড়ি চলে আসেন শুভম বাবু। তার হাতে তুলে দেন ইরিস্কা চালক রতন বাবু। হারিয়ে যাওয়া ব্যাগ পেয়ে খুবই খুশি শুভম বাবু।