হঠাৎ কী এমন হলো যার জন্য মেট্রোরেল এর ডিসপ্লে বোর্ডে এ ধরনের লেখা।। নির্দিষ্ট সময় অন্তর গাড়ি চলা থেকে শুরু করে স্লাইডিং ডোর শীতাতপ নিয়ন্ত্রণ টিকিট কেটে অটোমেটিক গেট দিয়ে টিকিট পাঞ্চ করে ঢোকা থেকে শুরু করে চলন্ত অবস্থায় মেট্রো রেখে বসে ডিসপ্লে বোর্ডে পরবর্তী স্টেশন দেখার সুযোগ সহ একাধিক সুবিধা রয়েছে মেট্রোরেলে। কিন্তু সেই মেট্রোরেলের ডিসপ্লে বোর্ডে লেখা ফুটে উঠতে দেখা গেল,,, টিকিট ছাড়া ভ্রমণ করবেন না। ,, দয়া করে ট্রেনে ধূমপান করবেন না। হঠাৎ কী এমন হলো যার জন্য মেট্রোরেল এর ডিসপ্লে বোর্ডে এ ধরনের লেখার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার কাজ শুরু করলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ,,,? দেশের মধ্যে প্রথম মেট্রোরেল চালু হয় কলকাতায়।সেই থেকে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে মেট্রো চলাচলে। পাশাপাশি মেট্রো রেলের নানান নিয়মবিধি সম্পর্কেও অবহিত রয়েছে। এতদিন পরে 2022 সালে এসে মেট্রো রেল কর্তৃপক্ষ কে আবার নতুন করে বিভিন্ন ধরনের বিধি নিষেধ সম্পর্কে ডিসপ্লে বোর্ড এর মাধ্যমে মানুষকে সচেতন করে তুলতে হচ্ছে,,, তাই নিয়েই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোরেল এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ কি প্রশ্ন করা হলে,,, তিনি বিষয়টিকে জেনারেল অ্যাওয়ারনেস ও রেলওয়ে স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাওয়ারনেস বলে বোঝাবার চেষ্টা করলেও,,, জনমানুষের কিন্তু বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই,,,,।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251