সোশ্যাল সাইটে অশ্লীল ছবি লজ্জায় আত্মঘাতী যুবতী

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : সোসাল সাইটে অশ্লিল ছবি।লজ্জায় আত্মঘাতী এগারো ক্লাসের ছাত্রি।ঘটনাটি ঘটেছে জগদ্দল থানা এলাকার শ্যামনগর আদিবাসী এলাকায়। আত্মঘাতী ছাত্রির নাম নিকিতা ওরাও। গরিফ গারলস স্কুলে পড়তো।এলাকার বাসিন্দাদের অভিযোগ, জগদ্দল থানায় এই অভিযোগ জানালে পুলিশ গুরুত্ব দেয় নি।এরপরে আর কোন দিশা না পেয়ে লজ্জায় আত্মঘাতী হয় নিকিতা ওরাও।