সিঙ্গুরে টাটা দের ফিরিয়ে দিয়ে ভুল করেছি!!

নিজস্ব প্রতিনিধি : সিঙ্গুরে টাটা দের ফিরিয়ে দিয়ে ভুল করেছি!! সিঙ্গুরে টাটারা ফিরে যাবার পর আর কোন শিল্পো হয়নি। আজ গারুলিয়া তে কেদারসিং মেমোরিয়াল কমিটির উদ্যোগে প্রয়াত কেদার সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন সাড়া ভারত বিজেপির সহ সভাপতি মুকুল রায়।মুকুল বাবু বলেন ২০২১ তে ভোটের ফলাফলে তৃনমুল কে তিন অংকে যেতে দেওয়া যাবে না!! এছাড়াও তিনি বলেন আমি তৃনমুলের ফাউন্ডার, কিন্তু শিব গড়তে গিয়ে বাদর গড়ে ফেলেছি । তবে যে নতুন ইতিহাস হতে চলেছে তা আপনারা দেখবেন।