নিজস্ব প্রতিনিধি :- “সারা বাংলা জুড়ে এখন নব্য বিজেপি ও আদি বিজেপির মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে টিকিট বিতরন কে কেন্দ্র করে সেই লড়াই আরও তীব্র হয়ে যাবে। আমাদের থেকে যে সব উচ্ছিষ্ঠ পচা মালগুলো এতদিন দলে থেকে দুধ,ক্ষীর খেয়ে বিজেপিকে যোগ দিয়েছেন তারাই এখন আসল বিজেপিকে গ্রাস করেছে। তারাই দায়িত্ব নিয়ে আদি বিজেপিকে ঘরে তুলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কে কাউন্টার করতে গেলে পাঁচটা নরেন্দ্র মোদী ও চারটে অমিত শাহ দরকার। তাও পারবে কিনা সন্দেহ। মমতা বন্দ্যোপাধ্যায় আবার ও বেশী আসন নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন এবিষয়ে কোন সন্দেহ নেই।” —— রবিবার বিকালে হাবড়া বিধানসভার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের সপ্তগ্রাম আদর্শ স্কুলের মাঠে তৃনমূল কংগ্রেসের এক জনসভায় এসে এই কথাই বলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিনের সভায় খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়,প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তবে এদিনের সভায় এলাকার অনেক বিজেপির অনেক নেতা,কর্মী ও সমর্থকেরা তৃনমূলে যোগ দেন।*