সাত সকালে ব্যাস্ত বাজারের ভেঙে পড়লো একটা অংশ।।
সাত সকালে ব্যাস্ত বাজারে ভেঙে পড়লো মাছ বাজারের একটা অংশ।প্রায় ২০ /২২ টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।যার নিচে চাপা পরে আহত প্রায় পাঁচ ছয় জন মাছ ব্যবসায়ী। ঘটনা সল্টলেকের বৈশাখী পুরোনো বাজারের। আহতদের উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বৃষ্টি ও হাওয়ার দাপটের কারণে এই ঘটনা বলে অনুমান।