সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল…..

সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল….. 2014 সালের টেট উর্তীন্ন ক্যান্ডিডেটরা একটা মঞ্চ তৈরী করেছেন একতা মঞ্চ।। আমি তাদের মধ্যে ৪ জন এর সাথে কথা বলেছি।। ২০২০ সালে ১৬৫০০ নতুন পদে তৈরী হয়।।২০২১ সালে ১৬৫০০ ভাকেন্সির এগেইনস্ট এ নিয়োগ হয় ১৩৪৬৫।। ২০১৪ সালে টেট পাশ ক্যান্ডিডেট দুবার ইন্টারভিউ প্রসেসের এর সুযোগ পেয়েছে।। চাকরিপ্রার্থীদের আবেগের সাথে সহমর্মিতা পোষণ করছি।। রাজনৈতিক ব্যাক্তি বা রাজনৈতিক প্রতিষ্ঠান এই আন্দোলন কে অনুপ্রাণিত করছে অর্থাৎ এই আন্দোলন জিইয়ে রেখে নিয়োগ প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করছে।।রাজনৈতিক অনুপ্রবেশ ঘটাবেন না আমি অনুরোধ করছি।। যারা আন্দোলন করছে তাদের বলবো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।। আইনের বাইরে গিয়ে বোর্ড কিছু করবে না।। তাদের দাবিটা বিধি সম্মত নয় এমন দাবি বোর্ড বা সরকার মেনে নেবে না। আগামীদিনে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। আগমী দুবছরের মধ্যে টেট পাশ ট্রেইন্ড ক্যান্ডিডেট কেউ বসে থাকবে না।। যাদের বয়স পেরিয়ে গেছে তাদের বিষয় নিয়ে আলোচনা করা হবে।। এটা একটা বড় প্রসেস।। আইনি প্রক্রিয়া মেনে করতে হবে ।। পরবর্তী নিয়োগ স্বচ্ছতার সাথে সংবিধি মেনে টেট পরীক্ষা নেবে।।ইন্টারভিউ ভিডিও রেকর্ডিং হবে।। চাকরিপ্রার্থীরা বলছেন নিয়োগে দুর্নীতি হয়েছে :বোর্ড এর এগেইনস্ট এ ১৮ টি কেস রয়েছে।।এটি যেহুতু বিচারাধীন এই প্রসঙ্গে আমি কিছু বলবোনা।। ওনারা জল, খাবার বর্জন করছে আর আমরা জল খাবার খাওয়ার সময় পাচ্ছি না।