নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ: সারাবাংলার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোশিয়েসন এর সকল এন এইচ এম কর্মীরা সমকাজে সমবেতন ,চাকরির নিরাপত্তা,স্থায়ীকরণ,এর দাবিতে নিজ নিজ আধিকারিক এর কাছে দাবীপেস করলেন।সেই মত হাঁসন কেন্দ্রের বসোয়া bmoh সাহেবের কাছে আমার ভাই বোনদের সঙ্গে আমিও।সঙ্গে সঙ্গে হাঁসন কেন্দ্র সহ সারাবাংলার জন্য মাননীয়া মূখ্য মন্ত্রীর কাছে চিঠিদিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।