সনাতন হালদারের স্মৃতির উদ্দেশ্যে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প ।।
আমাদের সকলের ভালোবাসার ও স্নেহের ভাই কাম বন্ধু সনাতন হালদারের স্মৃতির উদ্দেশ্যে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প. যার উদ্যোক্তা সোম বিশ্বাস. এবং পরিচালনায় – “সমাধান ফাউনডেশন” যার (কর্ণধার শুভেন্দু মুখোটি )এবং “স্বপ্ন” যার কর্ণধার (দীপক চক্রবর্তী ). সম্পূর্ণ সহযোগিতায় “বারাসাত নারায়না হাসপাতাল. কিছু কথা না বললেই নয় সেটা হলো সনাতন হালদার সবসময় সামাজিক কাজের সাথে যুক্ত ছিলো এবং সারাবছর সামাজিক কাজ করতো খুবই আগ্রহের সাথে. এবং সমাধান ফাউন্ডেশন এর এসিস্টেন্ট সেক্রেটারি পদের দায়িত্বে ছিলো.পাশাপাশি খুব ভালো একজন গুণী শিল্পী এবং অভিনেতা ছিলো সনাতন হালদার।আজ সে নেই তাই সারাবছর তার এই সামাজিক কর্মকান্ড এগিয়ে নিয়ে গিয়ে তার মনের অসমাপ্ত ইচ্ছে গুলো পূরণ করাই আমাদের দায়িত্ব এবং এইভাবেই সে বেঁচে থাকবে সারাজীবন আমাদের মধ্যে।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251