শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা কেন্দ্র করে হালিশহরে কর্মী সভা করলেন ।।

শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা কেন্দ্র করে হালিশহরে কর্মী সভা করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও চেয়ারম্যান কমল অধিকারী

নিজস্ব প্রতিনিধি: 30 মে শ্যামনগরে বিশাল জনসভা করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভাকে কেন্দ্র করে আজ বিজপুর এর প্রত্যেকটা মানুষকে নিয়ে কর্মীসভা করলেন বিজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য মিশর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ (সোনাই) কাঁচরাপাড়া হালিশহর পৌরসভার প্রত্যেক কাউন্সিলর ও নেতৃত্বরা।

You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251