#শেষকৃত্য সম্পন্ন হল হালিশহর শ্মশানে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় এর #bengaltv24x7.com

#শেষকৃত্য সম্পন্ন হল হালিশহর শ্মশানে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় এর #bengaltv24x7.com
মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের মরদেহ নিয়ে আসা হচ্ছে তার কাঁচরাপাড়ার বাড়িতে । শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত কাঁচরাপাড়া সহ একাধিক প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এলাকাকে ঘিরে রেখেছে পুলিশি নিরাপত্তা। অবশেষে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় মৃতদেহ নিয়ে আসা হলো কাঁচরাপাড়ার তার নিজের বাড়িতে। সঙ্গে রয়েছেন পুত্র শুভ্রাংশু রায় ও স্বামী মুকুল রায়। মুকুল রায় স্ত্রী প্রয়াণে শ্রদ্ধা জানাতে বাড়িতে আসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় , টলিউড অভিনেতা কৌশিক। সৌজন্য সাক্ষাৎ এবং শ্রদ্ধা জানাতে মুকুল রায়ের বাড়িতে এলেন নোয়াপাড়ার বিজেপির প্রাক্তন বিধায়ক সুনীল সিং। শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমের মুখ্যমন্ত্রী কি বললেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বাড়িতে তার থেকে শ্রদ্ধা জানাতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন অভিনেতা কৌশিক। শেষকৃত্য সম্পন্ন করার জন্য হালিশহর শ্মশানে নিয়ে আসা হল মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় এর মৃতদেহ।     You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…           
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…                                             Page:- https://www.facebook.com/Bengal-TV24X…                                              Website:- www.bengaltv24x7.com                                                                            Mob:- 8777608251

SHOW LESS