শুভেন্দু অধিকারী মেগা শো অনুষ্ঠিত হলো রামনগরে

নিজস্ব সংবাদদাতা, বেঙ্গলওয়াজ : রামনগরে সমবায় সপ্তাহ উপলক্ষে শুভেন্দু অধিকারীর মেগা শো অনুষ্ঠিত হল রামনগর স্পোর্টস এসোসিয়েশন কমপ্লেক্সে। কয়েক হাজার অনুগামীদের উপস্থিতিতে রামনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্যাঙ্ক ও সমবায় সমিতির উদ্যোগে রামনগরে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হয়। শুভেন্দু অধিকারী বলেন করোনা বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠে মানুষের অর্থনীতিকে সমৃদ্ধ করব, নিষ্কৃয় সমিতি গুলোকে আরও সক্রিয় করব, থার্মাস ক্লাবের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেকার যুবক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী বিকল্প অর্থনীতির লড়াইকে নতুন দিগন্ত উন্মোচিত করব। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল শুভেন্দু অধিকারীর সমবায় সপ্তাহ উদযাপন সভায় ১০ হাজার অনুগামী বিজেপিতে যোগদান করবে, তবে এবিষয়ে প্রকাশ্য সভায় শুভেন্দু বাবু বলেন অনেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাইপ তুলেছিলেন তাঁরা অনেক আশা করেছিলেন, শুভেন্দু অধিকারী স্থান কাল পাত্র ব্যানার জানে। সমবায়দের মেধা সমোদয়ে এসে তিনি বলেন সমবায় সমিতির লড়াইয়ের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ব। শুভেন্দু অনুগামী গার্গী মুখার্জি বলেন আমরা দাদার অনুগামী, দাদার ডাকে আমরা এসেছি দাদার পথই আমাদের পথ, দাদার মতেই আমরা একমত । এবিষয়ে রামনগর ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিতাই চরন সার বলেন সংবাদ মাধ্যমে অনেক অপপ্রচার হচ্ছে, কিন্তু শুভেন্দুবাবু দলেই আছেন, তিনি দলত্যাগ করেনি। তিনি নন্দীগ্রামে শহীদ মঞ্চে যেমন রাজনৈতিক বক্তব্য দেননি, তেমন সমবায় সপ্তাহ উদযাপন সভায় তিনি রাজনৈতিক বক্তব্য রাখেননি। রাজনীতির মঞ্চে তিনি রাজনৈতিক বক্তব্য রাখেন।