নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি : শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের উদ্যোগে শুরু হল ৩২তম ব্লক ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান। এদিন ফাঁসিদেওয়া বিডিও অফিসের সভা কক্ষে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সদস্য আইনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার,ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোঃ বশির উদ্দিন, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য চন্দ্রমোহন রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।
।