
কলকাতা: শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি ফোন। অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ কলকাতার টালিগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তকে ট্রানসিট রিমান্ড দিল আলিপুর আদালত। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছে।
অভিযোগ, দাউদ ইব্রাহিমের নাম করে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি দেয় এক যুবক। ঘটনার তদন্তে নামে মুম্বই আন্টি টেররিস্ট স্কোয়াড। তারা জানতে পারেন,ফোনটি কলকাতা থেকে করা হয়েছে। এরপর মুম্বই পুলিশের একটি টিম কলকাতায় আসে। এবং টালিগঞ্জ থেকে পলাশ বসু নামে এক যুবককে গ্রেফতার করে। Ip এড্রেস ধরে ট্রেস করা হয় অভিযুক্তকে। যে সিম থেকে এই কল করা হয়, সেটাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতের বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল ও দু’টো সিম (একটা ইন্টারন্যাশনাল)পাওয়া গিয়েছে। ধৃত পলাশ বসু পেশায় জিম ইন্সট্রাক্টর। কয়েক বছর দুবাইতে কাজ করেছেন। ১৪ সেপ্টেম্বর পলাশকে মুম্বইতে আদালতে তোলা হবে।
মুম্বইতে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে বাকযুদ্ধের পর সঞ্জয় রাউত একটি হুমকি ফোন পান। তাকে ফোন করে কঙ্গনার বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি দিতে থাকেন। সেপ্টেম্বরের ২ থেকে ৮ তারিখের মধ্যে এই ফোনটি এসেছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। এরপরই বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার টালিগঞ্জ থেকে পলাশকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। কঙ্গনা রানাওয়াতের ভক্ত হওয়ার ফলেই পলাশ এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
তবে গ্রেফতারি নিয়ে সন্তুষ্ট নয় পলাশের পরিবার। পারিবারিক আইনজীবীদের অভিযোগ, কঙ্গনার ভক্ত নন তাঁর মক্কেল। তাছাড়া, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের মতো প্রভাবশালী লোকের ফোন নম্বর পেতেও অনেক কাঠখড় পোড়াতে হয়। কী ভাবে পলাশের কাছে সেই নম্বর আসবে? পরিবার মনে করছে, তাঁদের ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।