শাসক দলের হাতে আক্রান্ত দুই BJP র যুব কর্মীকে জে এন এম হাসপাতলে দেখতে যান সাংসদ অর্জুন সিং

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : শাসকদলের হাতে আক্রান্ত বিজেপির দুই যুব কর্মীকে আজ কল্যাণী যে এন এম হাসপাতাল দেখতে গেলেন ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং এছাড়া উপস্থিত ছিল হালিশহরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিজেপির নেতা রাজা দত্ত।