অমল চ্যাটার্জী, হুগলি :- আজ একুশে জুলাই 2021 , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালে একুশে জুলাই সেই দিন কলকাতায় 13 জন কংগ্রেস সমর্থক মারা যায় সেই থেকে প্রতিবছর তিনি এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন। কিন্তু আজ এই করোনাকালে মুখ্যমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন নিজের নিজের এলাকায় একুশে জুলাই 13 জন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং দলীয় পতাকা উত্তোলন করতে। এই ধরনের চিত্র আজ ধরা পরলো ক্যামেরায় হরিপাল বিধানসভার হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিপাল ডাকবাংলোয় একুশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় লেবার মিনিস্ট্রির বেচারাম মান্না মহাশয় এবং হরিপালে বিধায়ক ডাক্তার করবি মান্না মহাশয় 13 জন শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন এবং এক মিনিট নীরবতা পালন করলেন। যেহেতু এই করোনা প্রাক্কালে কলকাতায় এই শহীদ দিবস পালন হয় গত বছর এবং এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এখন সেই ঐতিহাসিক সমাবেশ এখন বন্ধ করে রেখেছেন এবং বলেছেন নিজের নিজের এলাকায় শহীদ দিবস পালন করবার জন্য। হুগলি জেলা থেকে সিনিয়র রিপোর্টার অমল চ্যাটার্জী।