
#কলকাতা: লকডাউনের ক্লান্তি ঝেরে ফেলতেই এক নতুন গানের সৃষ্টি করলেন সুরকার জয় সরকার।বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস, সম্পর্কে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী ফিরোজা বেগমের ভাইঝি।তাঁর সঙ্গে জুটি বেঁধে প্রখ্যাত সুরকার জয় সরকার লকডাউনে নিয়ে এলেন নতুন গান “ঘুম হতে চাই”।গানের সুরে,সুরে রয়েছে লকডাউনের এই একঘেয়েমি থেকে মুক্তির স্বাদ। সুষ্মিতা আনিসের নতুন মিউজিক ভিডিও প্রকাশ পেল ১৭ জুলাই।কলেজে পড়া এক তরুণ জুটির স্নিগ্ধ ভালোবাসার গল্প রয়েছে এই গানে। ” ঘুম হতে চাই” গানটি অ্যালবাম “চেনা শহর” এর গান । গানের সুরে রয়েছে ছন্দের জাদু । তনিম রহমান অংশু এর পরিচালনায় মিউজিক ভিডিওটিতে প্রতিফলন ঘটে কলকাতার টুকরো, টুকরো ছবি।
গানটির গীতিকার সুহৃদ সুফিয়ান, সুর করেছেন কলকাতার বিশিষ্ট সুরকার জয় সরকার, আর প্রকাশিত হল প্যারাডিজম কোম্পানির অধীনে।