রেল প্রশাসন ও আরপিএফ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রেলের জমিতে আর কোন বেআইনি দখলদারি বা নির্মাণ করা চলবে না

ৰেঙ্গলওয়াজ ব্যুরো: রেল কর্তৃপক্ষ এবং আর পি এফ প্রশাসন জানিয়ে দিয়েছেন আর নতুন করে রেলের জমিতে কোন বেদখল করিবার নির্মাণ প্রক্রিয়া হতে দেবেন না। যে কোনো রাজনৈতিক দলের নেতাদের মত থাকুক না কেন সেই নির্মাণ তারা বরদাশ্ত করবেন না। যেখানে দেখবেন, খবর পেলেই ,অভিযোগ এলে ভেঙ্গে দেবেন। উদাহরণস্বরূপ বলা যায়, কাচরাপাড়ার ক্ষুদিরাম বসু Institute সংলগ্ন একটি সোনার দোকানের মালিক বেআইনিভাবে রেলের জমিতে নির্মাণ প্রক্রিয়া শুরু করেছিলেন এ বিষয়ে রেলের কাছে অভিযোগ আসে এবং এই বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছেন। আরপিএফ এর তরফ থেকে জানানো হয়েছে, তারা কোনমতেই বেআইনি নির্মাণ হতে দেবেন না । ভেঙে সমস্ত মালপত্র নিয়ে যাবে এবং ঘটনাস্থলের যিনি থাকবেন তাকেও গ্রেপ্তার করা হবে । এখন থেকে রেলের এলাকায় নির্মাণ করলে , সরকারীভাবে পদক্ষেপ নেওয়া হবে।