নিজস্ব প্রতিনিধি :- বিজেপির পরিবর্তন যাত্রা রথ গতকাল রাতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় পৌঁছে গেছে। আজ দুপুরে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে স্বাগত জানানো হলো বিজেপি কর্মীরা।আর এখান থেকেই পরবর্তী গন্তব্যে এগিয়ে গেলো পরিবর্তন যাত্রা রথ। এই পরিবর্তন যাত্রা রথে সওয়ারি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং নোয়াপাড়া বিধায়ক সুনীল সিং সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।এই রথযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যে সাড়া পড়েছে এবং আগামী দিনে সাধারণ মানুষ বিজেপিকেই ক্ষমতায় আনতে চলেছে বলে আশা প্রকাশ করেন সাংসদ অর্জুন সিং।